রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৪৫


৫৭৭
রূপ দেখে দুই চক্ষু জুড়ায় চাষির কাঁধে ফিরছে ধান
বাজছে যেন নটীর নূপুর শুনতে পাবে পাতলে কান।
হৃদয় আমার হিল্লোলিত আনন্দ সুখ উপচে যায়
নবান্নতে উঠবো মেতে গরম ভাতের মিলবে ঘ্রাণ।


৫৭৮
আমি যে তোর কত আপন বুঝবি যখন কাটবে ঘোর
দুঃখ আমার রয়েই গেল এদিকে নেই নজর তোর।
কোন কাননে ঘুরে বেড়াস কেউ জানে না কী তুই চাস
পাখনা দুটো চিত্রিত চাই হবে না তাই আমার ভোর।


৫৭৯
আমি ছাড়া সরব সবাই খেয়াতরির প্রতীক্ষায়
খেয়াঘাটও শূন্য হবে অশ্রুজলে আজ বিদায়।
এ দশা পায় সকল জীবই কোনো প্রাণী নয় অমর
কয়েকটা ধূপ জ্বলছে পাশে সাদা চাদর আমার গা'য়।


৫৮০
হিমেল হাওয়া লাগছে গা'য়ে সোনার বরন আঁচল মা'র
রুমঝুম-ঝুম পায়ের নূপুর ভরিয়ে দিল প্রাণ আমার।
পড়েছে মা'র চরণচিহ্ন পর্ণকুটির প্রাঙ্গণে
ফুলকাননে পাখির কূজন গুনগুন-গুন ভ্রমরার।


© অজিত কুমার কর