রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৪৬


৫৮১
নুয়ে পড়া সোনালি শিষ যেন মায়ের ঝুমকো দুল
ইচ্ছে করে ধরাই মা কে প্রস্ফুটিত ছাতিম ফুল।
শুনে মুখে ফুটল হাসি পেলাম মায়ের আলিঙ্গন
কতদিন পর কাছে পেলাম আদর পেয়ে হই আকুল।


৫৮২
যাওয়া একা আসাও একা মাঝে ক'দিন গুঞ্জরন
এত ভাবার কিই বা আছে জীবন মানে মহারণ।
সাকি আছে সবার পাশেই চাইলে পাবে সাহায্য
চক্ষু বুঝে করলে স্মরণ প্রফুল্ল হয় মন তখন।


৫৮৩
খেতখামারে একসাথে কাজ মাঝেমধ্যে একটু ফাঁক
পাশাপাশি বসে ভোজন উড়তে থাকে পাখির ঝাঁক।
দিনের শেষে ঘরে ফেরা রঙিন তখন প্রিয়ার মন
কুপির আলোয় চোখাচোখি রাতের জন্য সোহাগ থাক।


৫৮৪
প্রজাপতির মতোই আমি মনবিতানে যাই জুটে
ফুলের রেণু গায়ে মেখে আমিও মজা নিই লুটে।
ওরা উড়ে গেলেও আমার ছেড়ে আসতে চায় না মন
কী অপরূপ লাগে তোমায় যখন তুমি যাও ছুটে।


© অজিত কুমার কর