রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৪৭


৫৮৫
তুমি তো পার ক'রছ রোজই তোমাকে পার করবে কে
এতদিনেও পেয়েছো কি সওয়ারিদের রূপ দেখে?
তবে আপন পুণ্যবলে পৌঁছে যাবে খেয়ারি
তোমার মতো একনিষ্ঠ কর্মঠকে নেয় ডেকে।


৫৮৬
বুকের ওমেই রূপ বদলে চড়বড়িয়ে উঠল খই
নলেনগুড়ের পরশ পেতেই চমকে ওঠে তখন সই।
খোয়াক্ষীরের মিশেল দিতেই চঞ্চলতা নিরুদ্দেশ
এমন দৃশ্য দেখার জন্য নির্নিমেষে তাকিয়ে রই।


৫৮৭
গলায় দোলে সাতনরি হার কে দিয়েছে, হেমন্ত?
হেমন্তিকা কত দরাজ আমার খুশি অনন্ত।
দিতে কিছুই বাদ রাখেনি বাজুবন্ধ পায়ের মল
চমকে ওঠার মতোই ব্যাপার ফলনও বাড়বাড়ন্ত।


৫৮৮
বুকের ভেতর বাদ্যি বাজে ঢ্যামকুড়া-কুড় কুড়ুর-কুড়
ক্ষেতে এবার ফলন ভালো সুগন্ধি ধান কনকচূড়।
তোমার হাতের মোয়া পাব ঘরে আছে দুধেল গাই
জিরেনকাটের রস এনেছি মারলে পাব নলেনগুড়।


© অজিত কুমার কর