রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৪৮


৫৮৯
সামনে আমি পিছে সাকি পথ আমাদের অন্তহীন
ঘরের চেয়ে পথই ভালো পথেই কাটে রাত্রিদিন।
সাকির কোলে মাথা রেখে রোজ নিশিথে নিদ্রা যাই
দিনে দিনে যাচ্ছে বেড়ে সাকির কাছে আমার ঋণ।


৫৯০
এখন আমার অঙ্গজুড়ে ভবিষ্যতের সুপ্ত প্রাণ
তাই মনে আনন্দ প্রচুর সবটুকু নয় আমার দান।
প্রকৃতি না কোল বাড়ালে ফলতো না এই দেহে ফল
নতশিরে করছি স্বীকার ভূমাতার এই অবদান।


৫৯১
প্রকৃতিতে বট-পাকুড়ের কী অপূর্ব আলিঙ্গন!
উন্নত জীব নামছে নীচে পিছিয়ে যাচ্ছে মানব মন।
ভগ্ন দেউল নীরব সাক্ষী শান্তিপূর্ণ অবস্থান
দেখে শেখ, লজ্জা কীসের সংঘবদ্ধ এই জীবন।


৫৯২
বিশ্বকর্মার বিশ্বশিল্প বোধহয় মনে নেইকো সুখ
শিব গড়তে অমানুষ হয় দেখে ভীত তাঁর তালুক।
বোধ জাগাবার মশলা দিলেও হচ্ছে না কেউ মানবিক
পৃথিবীতে অধরা সুখ ব্যথায়ভরা তাইতো বুক।


© অজিত কুমার কর