রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৫০


৫৯৭
ডানাকাটা ওই পরিরা করল দৃষ্টি আকর্ষণ
চোখ ফেরাতে পারিনি আর জুড়িয়ে গেল এ প্রাণমন।
মানুষের রূপ তুচ্ছ অতি তবুও গর্ব ছাড়ছে না
পাখপাখালি কীটপতঙ্গ হারায় না রূপ বা যৌবন।


৫৯৮
লুকিয়ে প্রেম যায় না করা জানাজানি হয়েই যায়
ওকেই আমি ভালবাসি জানিয়ে দিলাম অভিপ্রায়।
প্রেমের পরাগ লাগলে গায়ে মন হয়ে যায় হিমালয়
দৃষ্টি তখন প্রসারিত নিসর্গীয় গরিমায়।


৫৯৯
গাছের গোড়া কেটো না কেউ সাফ করে দাও আগাছা
জীবনের রস নেবে শুষে জড়িয়ে গেলে পরগাছা।
স্বর্ণলতা আগ্রাসী খুব উঠলে তখন নাভিশ্বাস
রইবে পড়ে কলরবহীন পাখি-শূন্য এই খাঁচা ।


৬০০
পরিয়ে দিলে কীসের মালা এ ফুল আগে দেখিনি
সৌরভে মন আমোদিত উঠল বেজে শিঞ্জিনী।
দৃষ্টিগোচর না হলেও হিল্লোলিত আজ তনু
অবলীলায় যাচ্ছি নেচে আমি তোমার নন্দিনী।


© অজিত কুমার কর