রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৫১


৬০১
রুবাই হবে বধূর মালা কখনো বা তাঁর কাঁকন
উল্লসিত হবে দেখে সামনে থাকা আপনজন।
হৃদসাগরে উঠবে তখন উথালপাতাল তরঙ্গ
ধীরে ধীরে রাত্রি গভীর ঝনন ঝনন আভরণ।


৬০২
পাখপাখালি গাছগাছালি দুর্দিনেও রয় পাশে
দোল খেয়ে যায় ডালে ডালে বাঁচি ওদের আশ্বাসে।
আপনজনও পর হয়ে যায় মানুষ বড় আজব জীব
দুখের সময় সান্ত্বনা পাই শুলেই কোমল ওই ঘাসে।


৬০৩
মাঠে মাঠে সোনালি ধান চাষির ঘরে নবান্ন
আমি হলাম পথভিখারি জোটে না রোজ শাকান্ন।
কিন্তু যখন উড়াল দেবে খাঁচা থেকে প্রাণপাখি
এই মাটিতেই যাব মিশে হলেও আমি সামান্য।


৬০৪
মাত্র দুটি বর্ণ দিয়ে বানালাম আজ নাকছাবি
পরিয়ে দেবো যখনি তুই আমার দিকে তাকাবি।
একটি তো 'র' তার গায়ে 'উ' হীরের মতোই ঝকমকে
তোর দুয়ারে এসে গেছি দোর খুললেই টের পাবি।


© অজিত কুমার কর