রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৫৩


৬০৯
তাকাও তাকাও বারেক তাকাও ওগো প্রিয়দর্শিনী
এ পথ ধরেই আসি আর যাই সুন্দরী গরবিনী।
পথ চেয়ে দিন কাটে আমার দাওনা ওগো দাও ধরা
বাজবে কখন ওই দুহাতে কঙ্কন কিনিকিনি।


৬১০
রাত্রি গভীর হঠাৎ শুনি ঘোড়ার খুরের শব্দ জোর
উঠে আমি বাইরে গেলাম খুলে আমার ঘরের দোর।
মাথায় পাগড়ি সুপুরুষ এক সশরীরে কে খৈয়াম!
খুশি তখন বাঁধনহারা বলেন, 'এলেম কাছে তোর'।


৬১১
একটি ছোটো কুন্দফুলও তুলতে পারে তরঙ্গ
ময়ূর তখন পেখম মেলে জীমূত বাজায় মৃদঙ্গ।
দূরে থেকেও নির্নিমেষে তাকিয়ে থাকে ময়ূরী
উৎসাহিত হয়ে শিখী দেখিয়ে চলে বিভঙ্গ।


৬১২
রুবাই লেখার সাহস পেলাম উপরওয়ালার আহ্বানে
গভীর রাতে ঘুম ভাঙিয়ে বলল আমায় অঘ্রানে।
দুই চোখে ঘুম জড়িয়ে ছিল তবুও শুনি স্পষ্ট বেশ
সাকি জোগায় শব্দগুলো সেটা কেবল মন জানে।


© অজিত কুমার কর