রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৫৪


৬১৩
জীবনখাতার পাতাগুলো যাচ্ছে উড়ে হাওয়াতে
অবশিষ্ট আর বেশি নেই পারব না তা আটকাতে।
বসন্ত শেষ হলেই বুঝি খাতার পাতা হবে শেষ
ক্ষণস্থায়ী মানবজীবন জর্জরিত সংঘাতে।


৬১৪
সব দায়িত্ব তোমার হাতে আনছ যখন এপারে
কী কাজ তুমি করাতে চাও বলো এবার আমারে।
বলবে যেমন করব তেমন হতে পারে ভুলত্রুটি
একটিমাত্র মিনতি এই পৌঁছে দিয়ো ওই পারে।


৬১৫
অন্ত গেল দন্ত গেল পড়লো ঝরে মাথার চুল
তোমার আশায় আজও বসে সে কী শুধু আমার ভুল?
তোমারও তো একই দশা কীসের এত অভিমান
কাছে এলেই ফুটতে পারে মরা গাছেও আবার ফুল।


৬১৬
তুমি আমার লেখা গানের লয়-তান-তাল-ছন্দ-সুর
তাইতো কথা প্রাণ পেয়েছে পেরোয় পাহাড়-সমুদ্দুর।
তোমার মাঝেই রইবে বেঁচে অচিন গাঁয়ের গীতিকার
তুমি এলেই বাতাসে পাই কনকচাঁপার বাস মধুর।


© অজিত কুমার কর