রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৫৫


৬১৭
ফাগুন এলেই মুখিয়ে থাকি কখন পাব তোমার ডাক
তোমার রূপে বিভোর আমি বাকি কথা গোপন থাকবেন।
ভ্রমর হয়ে মাখব রেণু অপার্থিব স্পর্শসুখ
পলাশ-শিমুল রইবে চেয়ে হারিয়ে যাবে ওদের বাক।


৬১৮
রক্তকাঞ্চন নয় শুধু ফুল যেন আমার প্রিয়ার মুখ
শিশির-ফোঁটায় নূপুর বাজে হৃদয়-ঝিলে নীল শালুক।
বিষণ্ণতা হাওয়ায় ওড়ে ফুরফুরে মন হিমেল বা'য়
কেউ ওদিকে তাকাবে না ওটা আমার খাস তালুক।


৬১৯
তৃণের কেমন সহিষ্ণুতা ফুলের কেমন কোমল মন
শিখলে মানুষ হতেই পারে ফুল অথবা তৃণ যেমন।
শুধুই দেখি শিখি না কেউ সত্যি আমরা আজব জীব
তলানিতে মানবিকবোধ বিপর্যস্ত তাই জীবন।


৬২০
সাতশত প্রাণ নিলে কেড়ে কোন মুখে আজ ক্ষমা চাও
এত বড় পাপ করেছ, পারবে জীবন ফিরিয়ে দাও।
কপট ভাবনা আর বাহুবল ভাঁড়ারে তো ওই পুঁজি
কত ছলা কথাবার্তায় এখনও তো দেখিয়ে যাও।


© অজিত কুমার কর