রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৫৬


৬২১
হারিয়ে গেলাম এক নিমেষে লাবণ্যময় শরীরে
তৃপ্ত হলাম পলে পলে যতই প্রবেশ গভীরে।
যেন ভেসে বেড়াই তখন তুলোর মতো আকাশে
পুষ্পবৃষ্টি ক'রল কারা রাঙাল হৃদয় আবিরে।


৬২২
দিনেও দেখি শতেক তারা আকাশে নয় কাঞ্চনে
রবির আলোয় ঝিকিমিকি লাগায় দোলা এই মনে।
ওর মাঝেই তো লুকিয়ে আছে সপ্তরঙের বর্ণালি
হিমেল হাওয়া লাগছে গায়ে ওমের পরশ কিরণে।


৬২৩
এদিকে যে তাকালি না বলল ডেকে করবী
দেবকাঞ্চন সুন্দরী বেশ তবে কি তুই ওর হ'বি?
ও এতদিন ছিল কোথায় আমার সাথে ঘুরলি বেশ
রূপ দেখে তুই ভুলেই গেলি স্পষ্ট হলো সেই ছবি।


৬২৪
আড়াল করতে পারেনি মেঘ সূর্য যখন ছোঁয়ায় ঠোঁট
শিষের গালে মুখ ঠেকিয়ে যখন বলে এবার ওঠ।
ঝলমলিয়ে উঠল হেসে শিশিরবিন্দু একসাথে
ওদের খুশি রং ছড়াল তুলির টানে আর এক কোট।


© অজিত কুমার কর