রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৫৭


৬২৫
পথের মাঝে পেলাম দেখা ও'পাড়ার ওই অলকার
কানে দেখি নতুন পাশা সত্যি দারুণ চমৎকার।
কে দিয়েছে জানতে চাইলে রহস্যময় এক হাসি
সাথেসাথেই বুঝে গেলাম কে দিয়েছে উপহার।


৬২৬
মাটি দিয়েই তৈরি করে সরা-হাঁড়ি কুম্ভকার
পোড়ার পরেই রমণীরা করতে থাকে ব্যবহার।
এত যত্নে তৈরি মানব রূপ পেলেও গুণ আকাল
জননী তো জন্মদাত্রী মানুষ করার দায় কি তার?


৬২৭
বরন দেখে করিস বিচার এটা মনের কঠিন রোগ
আবিষ্কৃত হয়নি ওষুধ তাই তো করিস কষ্ট ভোগ।
জিন-থেরাপি করলে সারে এটা আমার আবিষ্কার
ধৃতরাষ্ট্র হলেও হতো ছিন্ন তখন দৃষ্টি-যোগ।


৬২৮
যেদিন আমি রইব না আর অপরূপা এই ধরায়
সূর্য উঠবে যথারীতি নদীও ছুটবে মোহনায়।
ডালিম ডালে দুলবে পাখি শিস দিলেও শুনবে কে
দানাও তখন পাবে না আর কাতর হবে বুভুক্ষায়।


© অজিত কুমার কর