রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৫৮


৬২৯
অশ্রুবারি নদীর মতো মিলবে গিয়ে সাগরে
এত ব্যথা দিচ্ছ কেন অবিশ্রান্ত যায় ঝরে।
তুমি ডাঙায়, তুমি জলে, বিরাজমান সবখানে
ইচ্ছে করেই কাঁদাও তুমি আস না তাই গোচরে।


৬৩০
ওড়না দিয়ে ঢাকলে শ্রীমুখ এমনি, নাকি লজ্জাতে?
দেখার সুযোগ দিলে দেখি স্বর্ণাভরণ ওই গা'তে।
প্রকৃতিকে দেখার জন্য পেয়েছি তো দুইটি চোখ
চাইলে সঙ্গে যেতে পারি পারবে না কেউ আটকাতে।


৬৩১
শুধু ও'রূপ দেখার জন্য করছি ব্যাকুল প্রতীক্ষা
আর কতক্ষণ রইবে দূরে চূড়ান্ত এই তিতিক্ষা।
হও-না সদয় দীনের প্রতি এটাই আমার প্রার্থনা
এখনও কী শেষ হলো না তোমার গভীর নিরীক্ষা।


৬৩২
ইচ্ছে করেই ঝগড়া লাগায় কেমনতরো ওর মেজাজ
বাছা-বাছা শব্দ প্রয়োগ বেজায় কড়া সে' আওয়াজ।
এতেও যদি ঠান্ডা থাকে পরীক্ষাতে তবেই পাশ
সাহচর্যে উঠবে গড়ে মনের মতো তখন তাজ।


© অজিত কুমার কর