রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৫৯


৬৩৩
সাজতে বললে তাই সেজেছি কোথায় যাবে আজ রাতে?
কোনও কথা বলছো না যে মউ মউ বাস ওই গা'তে।
পথ নির্জন অষ্টমী রাত কংসাবতী নদীর তীর
নৌকাতে আজ নিশিযাপন নিবিড়ভাবে মৌতাতে।


৬৩৪
মাটি কোথায় শুধুই সবুজ ধরিত্রী মা'র অবদান
গেলেই মনে পুলক জাগে মৌমাছিরা শোনায় গান।
দুধ সাদা ফুল তলাতে লাউ উপাদেয় সুস্বাদু
প্রিয়ার হাসি আমার খুশি যেন ঝিঁঝির কলতান।


৬৩৫
কাঁটার আঘাত সইতে রাজি যদি গোলাপ হাত ধরে
সকল বাধা তুচ্ছ তখন ভাসতে পারি সাগরে।
আর কিছু তো চাই না আমি শুধুই ভালবাসা চাই
যতই হোক না কঠিন বাহির প্রেম-প্রীতি রয় অন্তরে।


৬৩৬
পাখির মতোই দিলাম পাড়ি উত্তরে নয় পশ্চিমে
প্রজাপতির সাথে দেখা আলো তখন টিমটিমে।
ওকে দেখে চিত্ত বিকল ডানার রঙে সম্মোহন
সঙ্গ দিতে বলি ওকে ওম কোথা পাই এই হিমে?


© অজিত কুমার কর