রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৬০


৬৩৭
রূপ দেখে মন ঝাঁপাস না রে, জানিস না কী অন্তরে
বোঝার কোনও নেই তো উপায় কখন ও কী রূপ ধরে।
দুই গোড়ালি দু'ফুট উঁচু দুচোখজুড়ে মাসকারা
সাবধানে পা ফেলিস কিন্তু নইলে ডুববি সাগরে।


৬৩৮
ক্ষুদিরামের মতো মানুষ আজও তো কেউ এলো না
স্বাধীনচেতা সংগ্রামী বীর এক আঙুলে যায় গোনা।
মাতৃমন্ত্রে দীক্ষিত সে দেশের জন্য জীবনদান
আত্মকেন্দ্রিক মানুষগুলোর হম্বিতম্বি যায় শোনা।


৬৩৯
কুমড়োতে পুঁই কুচোচিংড়ি তাতেই ফিনিশ পাতের ভাত
মায়ের জন্য পেতাম ওসব এটাই আমার জোর বরাত।
জননী আর কাজলি মায়ের সেবা যত্ন অফুরান
এখনো তাই শক্ত আমি কর্ম করি হইনি কাত।


৬৪০
কোকিল কালো কৃষ্ণ কালো শ্যামাঙ্গিনি মা আমার
কালোই হল উৎস আলোর উদ্ভাসিত কোথায় দ্বার।
বুঝল যে জন কালোর কী গুণ পেল মায়ের আশীর্বাদ
শ্রেষ্ঠ রতন পেয়েছে সে অন্য কিছুর কী দরকার।


© অজিত কুমার কর