রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৬১


৬৪১
ছাতিমগাছের শাখায় শাখায় প্রিয়তমার অঙ্গসাজ
কবরীতে সপ্তপর্ণী নাকছাবিতেও ফুলের কাজ।
পাতার আড়াল থেকে যখন কুহু কুহু পরভৃত
আমার হাতে বাঁশের বাঁশি ধরা ছোঁয়ার বাইরে আজ।


৬৪২
আমায় বড় ভালোবাসিস তাই পেয়েছি খোঁপায় স্থান
তুই বুঝেছিস মর্ম আমার সত্যি আমি ভাগ্যবান।
কেউ না পরুক তুই তো পরিস ওতেই পরম আনন্দ
চিরস্থায়ী হোক বন্ধন জানি রাখবি আমার মান।


৬৪৩
যেদিন হবে যাত্রা শুরু নেই ঠিকানার ঠিকানায়
সেই দিন ক্ষণ নেইকো জানা জানারও তো নেই উপায়।
এটি নিশ্চিত যেতেই হবে একা একা সঙ্গিহীন
ফোটা ফুল তো যাবেই ঝরে মিশে যাবে মৃত্তিকায়।


৬৪৪
সারাটা মাঠ এখন খাঁ-খাঁ ধানের গাদা গোচরে
গোয়ালে নেই কোনও পোষ্য মাঠে গোরু মোষ চরে।
চাষির ঘরে খুশির প্লাবন ক'দিন পরেই নবান্ন
ছলকে ওঠে মিষ্টি হাসি প্রিয়ার রঙিন অধরে।


© অজিত কুমার কর