রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৬২


৬৪৫
যতই দূরে থাকুক মেয়ে চোখের সামনে দেখতে পাই
জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে অন্তরের টান এমনটাই।
নারী মনের হদিস পেতে লাগে একটি কোমল মন
বুঝবে না সে গন্ধ কী এর যার বিতানে এ ফুল নাই।


৬৪৬
আলোর পিছে আঁধার আছে ঘনায় দিবস ফুরোলে
ঘুমায় তখন হেলান দিয়ে শ্যামাঙ্গিনির ওই কোলে।
দুঃখ সুখের লুকোচুরি চলতে থাকে নিরন্তর
ক্ষণতরে আসে আলো আবার কোথায় যায় চলে।


৬৪৭
ডুবতে চাইলে যায় না ডোবা দেয়নি আমায় অধিকার
হাবুডুবু খেয়েই ভাসি আশ্রয় পাই খড়কুটার।
কোথায় কী সব ঘটছে এখন না গিয়েও হদিস পায়
চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে বুঝতে পারি রঙ্গ তাঁর।


৬৪৮
নৌকা তোমার মাঝিও তুমি ভেড়াওনি নাও দেখেও তীর
কতদিন আর ভাসবে গাঙে করবে কখন মনস্থির?
সূর্য এখন মাঝ গগনে গনগনে বেশ তাইতো আঁচ
হেলে পড়লে ক্ষীণ হবে তেজ আকাশ তখন গোধূলির।


© অজিত কুমার কর