রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৬৩


৬৪৯
ফুলের শোভায় বিমোহিত বিস্ময়ে হই হতবাক
গাছের ভিতর কী রহস্য বলার জন্য দেয় না ডাক।
সুবিন্যস্ত পাপড়িগুলোয় প্রকৃতি মা'র তুলির টান
কত নিষ্ঠা কত আদর অঙ্গরাগে রয় না ফাঁক।


৬৫০
রূপ দেখে তোর ভুলিনি রে ভুলেছি তোর গান শুনে
দশটা বছর দেখছি তোকে পরিপূর্ণ তুই গুণে।
হলোই বা তোর শ্যামলা বরন দুই নয়নে সমুদ্র
ওখানেই তো কাটছি সাঁতার চলছি ভেসে কাল গুনে।


৬৫১
দৃষ্টিহীনের কাছে ধরার চতুর্দিকেই অন্ধকার
কর্ণ দুটি জাগ্রত রয় মানুষ চেনার সহায় তাঁর।
স্পর্শ করে বুঝতে পারে কঠিন নাকি কোমল মন
মনের হদিস পেয়ে গেলে বেশি কিছু চায় না আর।


৬৫২
রঙের বিচার করিনি রে করেছি তোর গুণ বিচার
রূপ-যৌবন ক্ষণস্থায়ী বিশ পেরোলেই রয় না আর।
রূপের আগুন পোড়ায় শুধু প্রলেপ লাগায় মাধুর্য্য
তোর কন্ঠে প্রেমের পরশ বাচনভঙ্গি চমৎকার!


© অজিত কুমার কর