রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৬৪


৬৫৩
ইচ্ছে হলেই করতে পার দিনকে রাত আর রাতকে দিন
সেই সাধনায় সিদ্ধি তোমার সময়সাধ্য আর কঠিন।
না পারার আর কিছুই তো নেই কার্যসিদ্ধি নিমেষে।
সবিস্ময়ে হই হতবাক অবতার না আলাদিন!


৬৫৪
সুললিত প্রশস্তিতে বিগলিত আমার মন
ভাগ্য আমার খুবই ভালো বিশ্ববাসী আপনজন।
হৃদয়জুড়ে ফল্গুধারা পুণ্যতোয়ার মতোই তো
পৃথিবীটা ছোট্টো খুবই মুঠোয় ঘোরে তাই এখন।


৬৫৫
ভাইকে দাদা আগলে রাখে ঘোর বিপদে হাত-ঘিরে
শিক্ষা গ্রহণ করছি রোজই একটু একটু খুব ধীরে।
চোখের আড়াল করে না সে ফল্গুধারায় সমাদর
ডুবন্ত এই ভাইটিকে তাঁর আনবে টেনে গাঙতীরে।


৬৫৬
একটা সাদা পায়রা উড়াই সাথে গুচ্ছ গ্যাসবেলুন
শান্তি ও সম্প্রীতির বার্তা পুবগগনে নবারুণ।
পৃথিবীকে রক্ষা করার মুক্তমনে এই প্রয়াস
বিসমিল্লার সানাইবাদন কান পেতে সবাই শুনুন।


® অজিত কুমার কর