রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৬৫


৬৫৭
গাঁদা ফুলের রং মেখেছ, বুকের ওপর নবারুণ
ফুলকাননে মানায় তোমায় বাঁশিতে কে বাজায় ধুন!
প্রজাপতি উড়ছে কত মনভ্রমরা গুনগুনায়
তোমার জন্য এসে গেছে শীত সরিয়ে আজ ফাগুন।


৬৫৮
ভূতের গল্প বলছ কেন অমাবস্যা রাত নিঝুম
শুনেই ভয়ে কাঁপছি আমি হবে না আর আজকে ঘুম।
মা'র আঁচলে ঢাকছি এ মুখ যতই বলে ভয় কীসের
কোলের কাছে টেনে নিয়ে দুই গালে দুই দিল চুম।


৬৫৯
হারিয়ে যেতে ইচ্ছে করে মাঠের শেষে নীলিমায়
পাখনা মেলে উড়াল দিতাম গোধূলির রং মেখে গা'য়।
পারিজাতের সৌরভে মন উড়ত রেঙে ঠিক তখন
দেখতে পেতাম নৃত্যকলা নিসর্গীয় বাগিচায়।


৬৬০
ফুলের সুবাস যে যখন পায় বুঝতে পারে ফুলের গুণ
কোথায় গেলে মিলবে সে ফুল নিভবে তবে এ আগুন।
তাঁর ঠিকানা কে জানাবে সে'জন্য চাই সদ্গুরু
তিনি তখন দেবেন দিশা বংশীধারীর শুনব ধুন।


© অজিত কুমার কর