রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৬৬


৬৬১
ডাক শুনে কি স্থির থাকা যায় গেলাস নিয়ে জোরসে দৌড়
মা বলে থাম, দাম নিয়ে যা সবুর বুঝি সয় না তোর?
অনিচ্ছাতেও থামতে হল যদি শিউলী পালিয়ে যায়
আর ধরে কে পৌঁছে গিয়ে শ্বাস-প্রশ্বাস ফেলছি জোর।


৬৬২
সঙ্গ দেবে আমায় যে'জন কাটাব কাল হাত ধরে
উচ্চ নীচু বিবেচ্য নয় ভালোবাসা অন্তরে।
মিশে যাবো এই মাটিতেই প্রেমসুধারস দেয় মাটি
যে ক'টা দিন রইব ধরায় ক'রব সিনান নির্ঝরে।


৬৬৩
ওর বাঁশিতেই সঁপেছে মন একাগ্রতায় শ্রীরাধা
বাঁশির সুরে মন উচাটন বাঁশিই সরায় সব বাধা।
রাধাকৃষ্ণের মহামিলন সাক্ষী ব্রজের মৃত্তিকা
একই বৃন্তে দুটি কুসুম অন্তরঙ্গ নীল সাদা।


৬৬৪
পিতা গুরু মাতা গুরু পাশাপাশি আর যারা
তাঁরা সবাই আবার গুরু গ্রহণ করি জ্ঞানধারা।
শিক্ষানবিশ জীবন আমার কত কী তো শিখছি রোজ
পথে পথে ঘুরে বেড়াই হাতে আমার একতারা।


© অজিত কুমার কর