রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৬৭


৬৬৫
শ্যামের বাঁশি মানেই আহ্বান ছিন্ন তখন সব বাঁধন
রাধার সাথে গোপীরাও দিশাহারা হয় তখন।
কোথায় বাজে কোথায় বাজে বাতাস ওদের দেয় খবর
প্রেম-সাগরে ভেসে বেড়ায় মথুরা ও বৃন্দাবন।


৬৬৬
রংবেরঙের ফুল ফুটেছে মন্দাকিনীর বাগিচায়
ডিসেম্বরের শেষ প্রহরে বিকেলের রোদ পড়ছে গা'য়।
মনবিহঙ্গ এপারে নেই পৌঁছে গেছে নদীর পার
কোনও বাধাই মানে না সে বিদেহীকে কে আটকায়।


৬৬৭
সরষে ক্ষেতে কে ফোটালো সাতসকালে লাল গোলাপ?
আলের ওপর পড়ল চোখে আলতাপরা পায়ের ছাপ!
কাছে গিয়েই চমকে উঠি মানবী নয় এক দেবী
মুছে দিও ধনলক্ষ্মী জমে আছে যেটুক পাপ।


৬৬৮
নিভে গেছে যে তারকা জ্বলবে না তা পুনর্বার
ফিরে পাবে না তো কায়া আগুনে ছাই দেহ যার।
তবু ডাকি ফিরে এসো অবুঝ এ মন মানে না
বাজে না বাজে না বীণা কেটে গেলে একটি তার।


© অজিত কুমার কর