রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৬৮


৬৬৯
এ তো একটি ঘর শুধু নয় সব একাকার দেশবিদেশ
টাটকা ফুলের মতোই হাসি তাকিয়ে আছি নির্নিমেষ।
একটি ছবি রইবে আঁকা আমার মনের ক্যানভাসে
বছর শেষে মিলনমেলা কেমন মুক্ত পরিবেশ।


৬৭০
এগিয়ে যাব আমরা সবাই কখনও নয় আর একা
পথের বাধা হার মানবে, আঁকবো পথে পা'র রেখা।
রইবে না কেউ পিছে পড়ে রাখব সবার হাত ধরে
শিকল ভাঙার গাইবো গীতি কীর্তি রবেই সব লেখা।


৬৭১
হৃদয়ে দম, হাতে কলম চাই না আমি আর অসি
দেখিয়ে দেবো পৃথিবীকে কী পারে না এই মসি।
এগিয়ে গেলে জুটবে সাথি সকল মানুষ নয় ভীতু
করবো লড়াই বর্ণ নিয়ে কাঁদছো কেন ক্রন্দসী।


৬৭২
আমার কাছে সবুজঘেরা বাহারগ্রামই বৃন্দাবন
গোপিনীর বাস কদমতলায় তাথই তাথই তাথই মন
বৃন্দাবন থাক বৃন্দাবনে মথুরা থাক মথুরায়
এখানে তো কাটছে ভালোই প্রিয়ার সাথে রোজ কূজন।


© অজিত কুমার কর