রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৬৯


৬৭৩
গোপিনীদের দিকেই নজর চন্দ্রমুখী করবে মান
কালার কাছে বসন ওদের যমুনাতে করছে স্নান।
চোখে ঠুলি না লাগালে চলবে অবাধ দৃষ্টিপাত
অমন দৃশ্য দেখতে মানা কালা নাকি তোমার কান।


৬৭৪
ছিলাম রাখাল আছি রাখাল রাখাল হয়েই কাটবে কাল
সারাটা দিন বাজাই বাঁশি বজায় থাকে সুর ও তাল।
আকাশের রং রাঙা হলে দিনের মতো কর্ম শেষ
প্রভাত হলেই আবার মাঠে সঙ্গে আমার গোরুর পাল।


৬৭৫
হাঁফধরা এই বন্দিজীবন বল কখন হবে শেষ
প্রহর গুনতে থাকে পাখি খাঁচার ভিতর হাপিত্যেশ।
এক প্রভাতে দেখল পাখি লোহার খাঁচা আগলহীন
উড়াল দিয়ে বসল গাছে আকাশটা তো দেখতে বেশ!


৬৭৬
বিচার করার মালিক যিনি তিনিই করুন এর বিচার
করে যাওয়াই কাজ আমাদের ভাবি না তাই কিছুই আর।
ঘানি টানার জন্য আসা টানতে হবে জীবনভর
টানার শক্তি তিনিই জোগান কার কতটা কী দরকার।


© অজিত কুমার কর