রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৭০


৬৭৭
পথকে তুমি ভুলতে পার পথ ভোলে না তোমারে
পদচিহ্ন তাঁর বুকে রয় যা এঁকেছ এবারে।
বিদায় বাঁশি বাজবে যেদিন ছিন্ন হবে পথের টান
যত স্মৃতি রইবে চাপা মাটির তলায় আঁধারে।


৬৭৮
সেদিন ছিল ফাগুন মাসের মন রাঙাবার বিশেষ দিন
আকাশে চাঁদ সমুখে চাঁদ হাতে আমার মোহন বীন।
আঁধেরা তাই লজ্জা পেয়ে মুখ লুকালো নীলিমায়
হাঁটছি চরে ডোবাচ্চি পা কখন আমি তোমায় লীন।


৬৭৯
আমার এ মন দিল উড়াল তোমার ফুলের বাগানে
আমি এখন অনেক দূরে নেই অত ফুল এইখানে।
গাছগাছালি অনেক আছে নেইকো অলির গুঞ্জরন
ফুলের হাসি মনকে রাঙায় জোয়ার আনে সব প্রাণে।


৬৮০
অসীম গুণে গুণান্বিত বিশ্বকর্মার অশেষ দান
নারী যেমন কোমলপ্রাণা তেমনি ধরে ধনুর্বাণ।
রহস্য তাঁর সারা অঙ্গে পুরুষ খুঁজে পায় না তল
সারাজীবন সেবা দিলেও চায় না তাঁরা প্রতিদান।


© অজিত কুমার কর