রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৭১


৬৮১
ওগো আমার হাসনুহেনা তোমায় পেয়ে কাটল দুখ
তোমার সুবাস ভরায় হৃদয় ওতেই মেলে অপার সুখ।
তোমায় দেখে উল্লসিত আজকে প্রহর গোনার শেষ
এ মন্দিরে আসন পাতা গর্বে আমার ভরল বুক।


৬৮২
ভালো করার দায় তোমারই তোমার হাতেই জীবের প্রাণ
করজোড়ে প্রার্থনা তাই ছিঁড়ো না এই প্রীতির টান।
সূর্য যেমন জোগায় আলো প্রকৃতি দেয় উৎসাহ
শক্তি তোমার অপরিসীম সকল জীবই তোমার দান।


৬৮৩
ফুল দেখি না তোকে দেখি কোয়েল ডাকে গাছে রে
অনিমেষে তাকিয়ে থাকি এ মন তাথই নাচে রে।
খোঁপাতে তোর ঝুমকোলতা জুঁই-কলিকার নাকছাবি
পিছনে ফিরে তাকা এবার আয়-না আমার কাছে রে।


৬৮৪
সবায় তুমি পার করে দাও আমাকেও কর পার
এ প্রার্থনা তোমার কাছে, রেখেছো বেশ চমৎকার।
শীতেও দেখি মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টিপাত
হাতে পা'য়ে কাঁপন ধরে ছাড়ি না তাই উনুন-ধার।


© অজিত কুমার কর