রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৭২


৬৮৫
সফলভাবে অর্জিত জ্ঞান বিলাতে যার দরাজ হাত
তিনি জ্ঞানী, তিনি প্রাজ্ঞ কর্মব্যস্ত দিবস-রাত।
তাঁরই খোঁজে হাঁটছি পথে কখন পাব তাঁর দেখা
ক্ষমতা দাও দেখেই যেন চিনতে পারি তৎক্ষণাৎ।


৬৮৬
ঝুমকোলতার বাহার দেখে সত্যি আমি স্তম্ভিত
প্রকৃতিতে যা দেখি সব এই পৃথিবীর সৃষ্টি ত।
সাদা-সবুজ-বেগুনি-লাল রঙের মিছিল কত কী
চোখধাঁধানো কারুকার্য কেশর পরিবেষ্টিত।


৬৮৭
কে ফোটালো রং ছড়িয়ে এখনও তো যায়নি শীত
ফাগুন এলে আগুন লাগে শোনায় অলি তখন গীত।
বীণাপানির আরাধনার জন্য কী চাই মোহিল সাজ?
এখানে বেশ সময় কাটে মাখছি গায়ে পরাগ পীত।


৬৮৮
ও পাখি তুই যাবি কোথায় এবার উড়াল বন্ধ কর
আমাকে তুই ভুলে গেছিস ওই তো কাছে আমার ঘর।
একটু নীচের দিকে তাকা এইতো আমি তালতলায়
শুনেই উড়াল থামিয়ে দিল উঠল রেঙে ওর অধর।


© অজিত কুমার কর