রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৭৩


৬৮৯
আমার বড় মন্দ ভাগ্য যে যায় সে আর আসে না
গেছে শৈশব গেছে কৈশোর এখন যেন অচেনা।
আমিও তো চলে যাব ফিরব না আর এই ধরায়
চিরঋণী রয়েই যাব কে মেটাবে এই দেনা?


৬৯০
পলাশবনে লাগলে আগুন প্রেমের আগুন অন্তরে
সহস্র গুণ বাড়ায় কোকিল ব্যাকুল এ মন তাঁর তরে।
প্রহর গোনা চলছে আমার আসবে কখনো অঙ্গনে
সাগরের ঢেউ উথালপাতাল মন পড়ে না আর ঘরে।


৬৯১
যেতে তোমায় দেব না আজ চাঁদের আলোয় করবো স্নান
তোমার মুখে শুনবো না 'না' শুনবো শুধু প্রেমের গান।
পান্তা আছে, ইলিশ আছে ওটা দিয়েই আপ্যায়ন
আকাশপাতাল ভাবছোটা কী কোন মুলুকে অভিযান?


৬৯২
চোখ থেকেও অন্ধ তুমি মন করেছে কেউ চুরি
বনময়ূরীর পাশে পলাশ বনে বনে তাই ঘুরি।
এমন আমার মন্দ কপাল এড়িয়ে গেল তোমার চোখ
জানতে চাইছি ফাগুন মাসে মনমুকুরে কোন হুরি?


© অজিত কুমার কর