রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৭৪


৬৯৩
বুকে যখন প্রেমের আগুন গাঁদাও তখন লাল গোলাপ
উড়ু উড়ু বাউল এ মন হিম-পরশে উঠছে ভাপ!
কোকিলটাও মহাপাজি রাত্রি থেকে গান শোনায়
নিদ্রা টুটে গান শুনে ওর সহস্র গুণ বাড়ায় চাপ।


৬৯৪
যেদিন তোমায় প্রথম দেখি সেদিন শুরু চৈত্রমাস
ভয়ে আমি সিঁটিয়েছিলাম জানে কেবল তা বাতাস।
তোমারও চোখ আমার দিকে কী করে আর ফিরাই চোখ
সাহস করে এগিয়ে গেলাম ঘটে ঘটুক সর্বনাশ।


৬৯৫
মনের আগুন নেভাতে চাই শুধু একটু স্পর্শ তাঁর
তাই সারাদিন ঘুরে বেড়াই গোলাপ নিয়ে বন-পাহাড়।
পলাশ-শিমুল কোথাও জারুল, অশোক আমার দিকে চায়
ঝরনাতে ডুব দিয়ে শুনি মিহিন সুরে সুরবাহার।


৬৯৬
কবি হওয়া হলো না আর তেমন হৃদয় কোথায় পাই
লিখছি তবু দু'চার কলি সৃষ্টিসুখে দিন কাটাই।
কবিতা কী হচ্ছে এসব আছে কী এর মাপকাঠি
হোক বা না হোক লিখেই যাব সময়ও খুব বেশি নাই।


© অজিত কুমার কর