রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৭৫


৬৯৭
রং মেখে আজ খুব বেশি তুই ঢলাঢলি করিসনে
বন্ধু ভেবে যাকে তাকে মনের কথা বলিসনে।
মনের কথা রাখিস মনে এটাই হবে সংগত।
কায়া ভেবে অলীক ছায়ার পিছনে তুই ঘুরিসনে।


৬৯৮
অন্যায় না করে যদি চাইবে কেন কেউ ক্ষমা?
এত পুণ্য রাখবে কোথায়, প্রভুর কাছে রয় জমা।
পুণ্য-ভারে কাহিল প্রভু, মেরুদন্ড যায় বেঁকে
'পাপ কাজ কর', বলবে এবার চলছে তারই তর্জমা।


৬৯৯
জল আছে না শূন্য কলশ বল কোথায় পাব জল
দুপুররোদে প্রাণ আইঢাই পাইনি খুঁজে কোথাও কল।
থাকে তো দাও তৃষা মেটাই নইলে হবে জীবন শেষ
হাতে আমার দাও ঢেলে দাও নিভুক বুকের এই অনল।


৭০০
ভালোবাসা নিখাদ হলে শিরায় শিরায় বিশেষ টান
আড়াল হলেই সদ্য ফোটা গোলাপ ফুলও দেখায় ম্লান।
কতরকম ভাবনা তখন কী হল ওর আসবে তো?
কখন পায়ের শব্দ আসে ব্যস্ততাতেও সজাগ কান।


© অজিত কুমার কর