রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৭৬


৭০১
রূপের আগুন অঙ্গজুড়ে চোখ ফেরানো যায় না যে
রক্তধারায় প্লাবন নামে রোমাঞ্চিত হয় গা যে।
সকাল থেকে সুযোগ খুঁজি জুটে গেলেই যাই ছুটে
আমার হৃদয়বীণায় তখন সুরের লহর খাম্বাজে।


৭০২
সাম্যবাদী মহান কবির করলে কেন কণ্ঠরোধ?
কী অপরাধ করেছিল এত নির্মম প্রতিশোধ!
কেড়ে নিলে সূক্ষ্ম চিন্তা ভেঙে দিলে মনোবল
অপরিসীম কষ্ট কবির, তাঁর অসহায়ত্ববোধ।


৭০৩
দিনের আলোয় করলি চুরি এক পলকে হৃদয়-মন
মাটিতে নেই, কোথায় আমি? কল্পলোকে বিচরণ।
কী মাধুরী ওই দু'চোখে স্থানুর মতো রই চেয়ে
খাঁচার পাখি মুক্তি পেল কী অপরূপ পাহাড়-বন।


৭০৪
হিজল যেমন শাড়িও তেমন ওই শাড়িতে মানায় বেশ
লাগছে তোমায় অপরূপা নিশ্চয়ই আজ দিন বিশেষ।
মেঘ মারফত পাঠিয়ে দিলাম অভিনন্দন-শুভেচ্ছা
না জানিয়ে ঠিক করেছ ডাকলে পরে বাড়ত ক্লেশ।


© অজিত কুমার কর