রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৭৮


৭০৯
পা বাড়িয়ে ছিলাম আমি কেবল ডাকের অপেক্ষায়
একসাথে পাই দুজনের ডাক পড়ে গেলাম দোটানায়।
নৌকা দুটো একসাথে বাঁধ হবে না আর টালমাটাল
তুষ্ট করার এটাই উপায়, উঠে গেলাম সাঙড় না'য়।


৭১০
দগ্ধ করে মারবি আমায় নাকি আগুন নিভাবি?
জীবন-মরণ তোরই হাতে পুড়ে গেলে ছাই পাবি।
আমার হাতে রাখলে ও'হাত নিভবে আগুন তৎক্ষণাৎ
বন্ধ করে রাখিস না রে তোর হাতেই তো সব চাবি।


৭১১
শরৎ এলেই কাশের মতোই উড়ু উড়ু আমার মন
আলোর বেণু উঠবে বেজে পিতৃপক্ষের শেষ যখন।
মহালয়ার স্তোত্রপাঠে আগমনির বার্তা পাই
পুজোর কদিন কাটবে ভালই ছাতিমগন্ধে মাত ভুবন।


৭১২
তাকিয়ে আছি পথের পানে নামবে এবার অন্ধকার
গোধূলিতে আসার কথা শেষ হলো না প্রতীক্ষার।
কে তোমাকে পথ দেখাবে এগিয়ে যাচ্ছে জোনাকি
সন্ধ্যাতারার প্রদীপ্তি ক্ষীণ এর বেশি নেই সাধ্য তাঁর।


© অজিত কুমার কর