রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৭৯


৭১৩
এ যেন এক ছায়ার রুমাল হালকা হাওয়ায় উড়তে চায়
সাগরের ঢেউ ভাঙছে পা'য়ে আষাঢ় মাসে সাঁঝবেলায়।
গোধূলির রং হারিয়ে গেছে দিগন্তিকায় রবির ডুব
ছায়ার মাঝে এ কার কায়া কী আছে ওর দুই তারায়।


৭১৪
হাতে হাতে মোমের বাতি এগিয়ে যখন যায় মিছিল
অহিংস এই প্রতিবাদে দেশের সবাই হয় শামিল।
এর ক্ষমতা অপরিসীম উঠবে কেঁপে সিংহাসন
অবরোধ নয়, ভাঙচুর নয়, ছুঁড়তে হয় না তখন ঢিল।


৭১৫
এই পৃথিবীর সবার প্রতি হতেই হবে শ্রদ্ধাশীল
সদ্ব্যবহার ভালোবাসায় জীবন রইবে গতিশীল।
ধৈর্য এবং বিনীতভাব না যেন হয় অপ্রকট
মিলবে তবেই অষ্টপ্রহর সুখ-শান্তি অনাবিল।


৭১৬
কত কথাই ভেসে আসে উচ্চারণ নয় সমীচীন
মুখে কুলুপ আঁটতে হবে ওসব কথা থাক অধীন।
মানুষ নামক এই প্রাণীকে হতেই হবে সংযত
শান্তি বজায় রাখার জন্য মোহিল সুরে বাজাও বীন।


© অজিত কুমার কর