রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৮০


৭১৭
আমাকে কেউ গালি দিলে যায় না পচে গা আমার
সহিষ্ণুতাই বুঝতে শেখায় এর বিকল্প নেইকো আর।
মাটি-ঘাসকে মাড়িয়ে চলি করে না কেউ প্রতিবাদ
আদর করে তবুও ডাকে সবার জন্য মুক্ত দ্বার।


৭১৮
আকাশে মেঘ আছে বলেই মনকে রাঙায় গোধূলি
বিধুমুখীর সারা অঙ্গে সূর্য বোলায় রং-তুলি।
কলঙ্ক না থাকতো যদি পেত কী চাঁদ এই আদর
একটা টিপের কী মাহাত্ম্য, কেমন করে তা ভুলি।


৭১৯
পাপড়ির রং যেমনই হোক সব গোলাপই মনোহর
দৃষ্টিহীনও বুঝতে পারে স্পর্শ ক'রেই সমাদর।
গাত্রবর্ণ বিবেচ্য নয় চাই সুন্দর হৃদয়-মন
সহিষ্ণুতা সমঝোতা চাই তবেই শান্তি জীবনভর।


৭২০
ছোট্টো একটা স্ফুলিঙ্গতেই সর্বগ্রাসী দাবানল
তা নিভানো কষ্টসাধ্য ছোট্টো ভুলের বিষম ফল।
করার আগে ভাবতে হবে, যে কাজ করছি তা কি ঠিক
ধন-সম্পদ নষ্ট করে দেখিয়ো না গায়ের বল।


© অজিত কুমার কর