রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৮১


৭২১
প্রকৃতি মা'র বুকেই আছে সর্বরোগের মহৌষধ
রোদ-বায়ু-জল-খাদ্যশস্য বাঁচার জন্য সব রসদ।
রক্ষা করা মানুষের দায় জানতে হবে কার কী গুণ
প্রয়োগবিধি শিখতে হবে রইতে গেলে নিরাপদ।


৭২২
চোখ বুজলে স্পষ্ট দেখি চোখ খুললে কোথাও নাই
বিশটা বছর পেরিয়ে গেছে ছায়াপথেই দেখতে পাই।
হাজার তারার মাঝেও দেখি পাশাপাশি দুইটি মুখ
জন্মদাতা-জন্মদাত্রী, ওটুক দেখেই মন ভরাই।


৭২৩
আমার কাছে এটাই স্বর্গ একটুকু ঠাঁই পাবো ত
মুছে দিয়ো পাপটুকু সাঁই, করো আমায় সংযত।
বিদায়বেলা হাতটা ধরো, আমি তো পথ চিনি না
পুণ্যের ঘর নয়কো ফাঁকা অর্জনেও রই রত।


৭২৪
ব্যথাতে দিন কাটে রাইয়ের অশ্রু ঝরে অনর্গল
তা মিশে যায় যমুনাতে তাইতো নদী ছলাৎছল।
বিরহিনীর কী যে ব্যথা প্রকাশ করা অসম্ভব
অন্তরে তাঁর আগুন জ্বলে নেভাতে শ্যাম দেয় না জল।


© অজিত কুমার কর