রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৮২


৭২৫
জল-ক্যামেরায় প্রতিচ্ছবি দৃশ্যাবলী চমৎকার!
এর পিছনে মেঘ-রবি-জল কৃতিত্ব তো নয় একার।
মন উড়ে যায় দূর আকাশে, তরঙ্গকে আলিঙ্গন
পৃথিবীতে ঘটছে এমন স্বর্গে যাবার কী দরকার।


৭২৬
একটি শ্রীমুখ ভেসে ওঠে যখন বৃষ্টি ঝুম ধারায়
এ মন তখন ভুবনডাঙা সরিয়ে সকল অন্তরায়।
পাশাপাশি চলছি হেঁটে সামনে পিছে কেউ তো নেই
ভেজার জন্য তৈরি আমি বাজলে নূপুর ওই দু'পা'য়।


৭২৮
যৌবন তোর কানায় কানায় তবুও কেন চক্ষে জল
খুঁজিস কারে অমন করে লজ্জা কীসের আমায় বল।
ও তো গেছে কুঞ্জবনে চলছে এখন রাসলীলা
খবর আমি পৌঁছে দেবো হবে না তোর প্রেম বিফল।


৭২৮
শীতলতার খোঁজে ওড়ে ঘনীভবন জোগায় বল
মেঘবলাকার পাখনা থেকে তখন ঝরে অনর্গল।
আমরা খুশি মেঘও খুশি, ভিজি ভেজে ক্লান্ত মন
চাতকপাখির তৃষ্ণা মেটে আর চায় না 'ফটিক জল'।


© অজিত কুমার কর