রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৮৩


৭২৯
মৌন হয়ে উড়ে বেড়ায় নীল আকাশে কার টানে?
এটি অতি গোপন কথা শুধু মেঘের মন জানে।
চমক দিতে পটিয়সী মাত্র একটি ঝিলকে
সঞ্জীবনী সুধার মতো পুলক জাগায় সব প্রাণে।


৭৩০
এক ঝিলিকে অন্ধ হলাম সামনে শুধুই অন্ধকার
তুমি কোথায় লুকিয়ে গেলে ধর এসে হাত আমার।
স্থানুর মতো দাঁড়িয়ে আছি এগিয়ে যাবার নেই উপায়
কেবল তুমিই পরিত্রাতা এ ছাড়া কেউ নেই তো আর।


৭৩১
আমিই বড়, দিদি তো নেই পেয়ে গেলাম এক দিদি
কয়েতবেল ও তেঁতুল দেব সহজলভ্য আর কী দিই?
ও ফুলিদি কোথায় গেলি ডাকলে কেন আসিস না
তোকে কী আর ভুলতে পারি তুই যে মধুমক্ষীদি।


৭৩২
কচিপাতার মতোই সবুজ এক্কেবারে আমার মন
তা না হলে যায় না বাঁচা এ ঘর এখন বৃন্দাবন।
রাইকিশোরী নৃত্য করে আমি তখন বাজাই ঢোল
বয়স র'বে আমার অধীন বাঁচব আমি যতক্ষণ।


© অজিত কুমার কর