রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৮৪


৭৩৩
আমি কবি তুইও কবি তোর কবিতা পড়ছি রোজ
কী ছাইপাঁশ লিখি আমি তুই কি সেটার রাখিস খোঁজ?
ছত্রে ছত্রে প্রকাশ করি আমার মনের অবস্থা
আজও সাড়া পেলাম না তোর, আমার কেমন কষ্ট, বোঝ।


৭৩৪
সারনাথের অশোকস্তম্ভ অদ্বিতীয় অনন্য
সারাবিশ্বে প্রশংসিত তা নয় মোটেও নগণ্য।'
পরিবর্তন কাঙ্ক্ষিত নয়, ভারতমাতার অসম্মান
ইতিহাসের অমর্যাদা নিষ্প্রয়োজন, জঘন্য।


৭৩৫
বরন যতই হোক না কালো মার চরণে আমার ঠাঁই
মায়ের ছবি সামনে রাখি, মনে অগাধ শক্তি পাই।
মা-ই দেখায় পথের দিশা আঁধার রাতের জোনাকি
মায়ের মতো এমন আপন এ জগতে কেহই নাই।


৭৩৬
এই কাঁথাটাই গায়ে দেব ঠান্ডা লাগলে মাঘ-রাতে
তোমার হাতের নকশি কাঁথা, ওম দেবে ঠিক এই গা'তে।
দুচোখে ঘুম আসবে নেমে হারিয়ে যাব কোন দেশে
রুমুর ঝুমুর বাজবে নূপুর আলতাপরা ওই পা'তে।


© অজিত কুমার কর