রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৮৫


৭৩৭
টেবিল 'পরে শূন্য গেলাস তাইতো মেজাজ ফুরফুরে
মনবিহঙ্গ ওখানে নেই কোথায় গেছে আজ উড়ে?
হয়তো কোনও সাগরতটে নয়তো নিবিড় ঝাউবনে
চোখের দৃষ্টি উদাস উদাস কে রয়েছে মনজুড়ে?


৭৩৮
বিশল্যকরণী আছে উড়তে পারবে পুনর্বার
যত ক্ষত উধাও হবে সুর তুলবে বীণার তার।
পূর্ণ করে দেবে গেলাস ভাবনা কীসের তৃষাতুর
সাকির হাতে দোরের চাবি খুলে যাবে রুদ্ধদ্বার।


৭৩৯
তুষ্ট করার সহজ উপায় বাতলে তো দেন রোজ সাকি
হৃদয়ঙ্গম করতে হবেই করো না কেউ চালাকি।
ভালোবাসেন, রাগও দেখান ত্রুটি হলেই জোর ধমক
সাকির আজ্ঞা পালন করে রসেবশেই বেশ থাকি।।


৭৪০
তাঁর চরণে সঁপেছি মন যা দেন তা নয় অপ্রতুল
যেমন চালান তেমনি চলি করে ফেলি তবুও ভুল।
অনুতাপে দগ্ধ দেখে সাথেসাথেই করেন মাফ
জীবজগতের কল্যাণার্থে সাকিও যে হন ব্যাকুল।


© অজিত কুমার কর