রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৮৬


৭৪১
ভুল করা তো প্রাণীর ধর্ম সাবধানে তাই চলতে হয়
মাঝেমধ্যে তবুও ঘটে চলার পথে বিপর্যয়।
ভুলভ্রান্তির হিসাব কষা চলছে সাকির নিরন্তর
অনুগামীর সবটুকু পাপ পরিতাপেই দগ্ধ হয়।


৭৪২
চাওয়ামাত্র দিচ্ছ ভরে বাধাও আমায় দিচ্ছ না
সারাটাদিন বিভোর থাকি তবুও কিছু বলছ না।
যখন যা চাই দিচ্ছ তুমি সারাটি ক্ষণ রও পাশে
এই যে আমি হচ্ছি মাতাল নিষেধ কেন ক'রছ না?


৭৪৩
মেঘবালিকা সদয় হলেই মিলবে আমার একটু ঠাঁই
আকাশপথে ওর পিছনে উড়ছি আমি এখন তাই।
আশায় আছি পিছন ফিরে তাকাবে আজ ও কখন
ক্লান্ত দেখে জল ঝরালে তৃষা মেটাই গা ভিজাই।


৭৪৪
ধুলোমাটির পৃথিবীতে নেইকো কোথাও আমার ঘর
তাই আকাশকে বেছে নিলাম মহাশূন্যই মনোহর।
মেঘ রয়েছে জল রয়েছে বাঁচার জন্য আর কী চাই
মনের মতো জায়গা খুঁজতে চেষ্টা চলছে নিরন্তর।


© অজিত কুমার কর