রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৮৭


৭৪৫
এত বনফুলের মাঝে একটিমাত্র পারিজাত
বনপথে যাবার সময় পড়ল চোখে আজ হঠাৎ।
একা একা যাচ্ছ কোথায় ওদিকে যে গভীর বন
প্রেমজড়ানো কণ্ঠ শুনে ফিরলো পিছু তৎক্ষণাৎ।


৭৪৬
ওই ওদিকে ঝরনা আছে চলো যদি দেখতে চাও
রাস্তা কিন্তু উঁচুনীচু আমার হাতে হাতটি দাও।
ধীরে ধীরে হাঁটতে হবে মাত্র মিনিট কুড়ির পথ
পেস্তা আছে, কাজু আছে গোটাকয়েক চিবিয়ে খাও।


৭৪৭
কী অপূর্ব দৃশ্যাবলি দারুণ দারুণ চমৎকার!
রামধনুরও পেলাম দেখা সপ্তরঙের কী বাহার!
তোমার দেখা না পেলে তো হতাম আমি বঞ্চিত
চলো এবার ফিরতে হবে ঘিরে ধরবে অন্ধকার।


৭৪৮
তোমার মতো সাথি পাওয়া কত জন্মের পুণ্যফল
দেখতে পেলাম ওই অরণ্যে প্রস্ফুটিত শ্বেতকমল।
এমন বিশেষণই সখী তোমার ক্ষেত্রে প্রযোজ্য
মহার্ঘ্য শ্রীমুখের হাসি গোধূলিতে সমুজ্জ্বল।


© অজিত কুমার কর