রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৮৮


৭৪৯
দেখতে দেখতে হারিয়ে গেল আকাশ থেকে বর্ণালি
এখন সন্ধ্যাতারা সহায় তৃতীয়ার চাঁদ একফালি।
বিহঙ্গদের কিচিরমিচির বন্ধ হবে খানিক পর
আমরা কিন্তু রইব সরব সন্ধ্যাটা যে স্বর্ণালি।


৭৫০
নাইবা রইলো ঘাটে মাঝি আদৌ আমি ভাবছি না
আমি দক্ষ দাঁড়ি-মাঝি, নদীর পাড়ে বাস কিনা।
রইব ভেসে সারাটাদিন একা একা মোটেও নয়
একা ভাসার আনন্দ নেই আমার প্রিয় সই বিনা।


৭৫১
নিরাকার নয় সাকার সাকি, আমি তো বেশ দেখতে পাই
বিপদআপদ যতই আসুক তীরে আমার নাও ভিড়াই।
এত সাহস তিনিই জোগান ঝঞ্ঝাকে তাই পাই না ভয়
তিনিই সবার বিপত্তারণ এমন আপন কেউ তো নাই।


৭৫২
এইতো আমি এসে গেছি উলটো-পালটা ভাবছ কী?
তোমাকে আজ লাগছে দারুণ শাড়ির রংও ঝকমকি।
তৈরি হয়ে নিচ্ছি আমি লাগবে মাত্র দশ মিনিট
রং মিলিয়ে পরে নিলাম, স্ফুলিঙ্গ দেয় চকমকি।


© অজিত কুমার কর