রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৮৯


৭৫৩
ডাকলেই তো উড়ে আসে পাখনা দুটি মেলে তাঁর
পাহাড়ে বা অরণ্যে যাই প্রজাপতির কী বাহার!
প্রকৃতিতেই থাকুক মিশে যেথায় খুশি সেথায় যাক
গানের গলা যেমন ভালো নাচেও তেমনি চমৎকার।


৭৫৪
ইহকালেই দেখা পেলাম কিন্তু পাবার কথা নয়
হয়ে গেল অকস্মাৎই ফুলের সাথে পরিচয়।
সাড়া যদি না দিত ও ফুটতো না তো প্রেমের ফুল
সৃষ্টি হল গুচ্ছ রুবাই ওমর খৈয়ামেরই জয়।


৭৫৫
রোদ ও মেঘের লুকোচুরি চলছে এখন শ্রাবণ মাস
দ্রাক্ষারসের গেলাস হাতে আসছে ভেসে কদম-বাস।
মেঘ সরিয়ে উঁকি দিয়ে দেখছ আমরা করছি কী
কাটছে সময় মৌতাতে বেশ মেঘাচ্ছন্ন নীল আকাশ।


৭৫৬
আসবে বলে বলেছে ও সময় হলেই আসবে ঠিক
উলটো-পালটা ভাবতে নারাজ ঈশান কোণে ওর ঝিলিক।
ওর নূপুরের রিনিঝিনি ঝিরিঝিরি বৃষ্টিতে
কদম নিয়ে দাঁড়িয়ে আছি হৃদয় আমার কু-ঝিক ঝিক।


© অজিত কুমার কর