রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৯০


৭৫৭
শোনো শোনো এদিকে চাও ফেঁসে গেলাম শেষকালে
অফিস-বসের তলব পেয়ে ভাঁজ পড়ল কপালে।
ছাড়ে পেয়েই মেট্রো ধরি, হয়েছে কী খুব দেরি?
আমার কথা শুনেই প্রিয়ার টোল পড়ল দুই গালে।


৭৫৮
অন্তরালে ক'রব কুকাজ একটিবারও ভাবিনি
'ভুল পথে পা বাড়িয়ো না', বলে তোমার শিঞ্জিনী।
হৃদয় তোমার বড়ই দরাজ অভয়মুদ্রা কোমল কর
পৃথিবীতে জননী আর তোমার কাছে তাই ঋণী।


৭৫৯
ভালোবাসার কাঙাল প্রাণী আদর পেলেই বন্ধু হয়
ছেড়ে কোথাও যাবে না সে নামুক যতই বিপর্যয়।
সুসম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সদ্ভাবে
বজায় রাখার জন্য লাগে লক্ষ্য নজর সমন্বয়।


৭৬০
আমরা কেবল ভোগের বস্তু মৃত্যু কষাইয়ের হাতে
জীবন ঝুলছে সরু সুতোয় অসমর্থ বাঁচাতে।
বাঘ-সিংহের চেয়েও হিংস্র ভূমণ্ডলের এই মানুষ
আদর যত্ন করে কেবল নাদুসনুদুস বানাতে।


© অজিত কুমার কর