রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৯১


৭৬১
জিভ আছে তাই লোভও আছে কেমনে করি সংবরণ
তাই কি আমি পাচ্ছি বাধা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ।
সবকিছু তো জানো সাকি বাতলে তুমি দাও উপায়
শূন্য আমার পানপেয়ালা তৃষ্ণা করো নিবারণ।


৭৬২
লক্ষ্যনজর সর্বদিকে ফাঁকি দেবার উপায় নাই
যথাসাধ্য চেষ্টা করি নিয়ম মেনে চলতে চাই।
ঝড়-তুফানে সুনামিতে তুমিই এসে প্রাণ বাঁচাও
ক্ষমাসুন্দর দৃষ্টি তোমার অপার স্নেহের পরশ পাই।


৭৬৩
যে রং তোমার পছন্দ খুব তেমন পোশাক পরেছি
অনুষঙ্গ যা যা লাগে তাও প্রয়োগ করেছি।
বিড়ম্বনায় পড়ব ভেবে এড়িয়ে এলাম পারঘাটায়
দেখলে অবাক তুমিও হবে কী বেশ আমি ধরেছি।


৭৬৪
গ্রামের মা-রা কি পারে না ঠাহর করা অসম্ভব
শত কষ্টেও বজায় হাসি ঢাকা পড়ে দুঃখ সব।
সবার সেবা করে যাবে নিজের জন্য ভাবে না
এটা আমার নিজস্ব মত উপলব্ধি আশৈশব।


© অজিত কুমার কর