রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৯২


৭৬৫
চাকচিক্য পোশাকে নেই হৃদয়পদ্মে  তো সৌরভ
আদর যত্নে ভরিয়ে দেবে লুক্কায়িত সে বৈভব।
'মা'-ডাক দিলে ছুটে আসে রান্নাবান্না সব ফেলে
অতিথিকে তুষ্ট করতে যা করার তা করবে সব।


৭৬৬
সাকির সেরা সৃষ্টি নারী গড়তে কঠিন পরিশ্রম
না হলে দোষ পড়ত ঘাড়ে টিটকারি কী জুটত কম?
যেমন কঠিন তেমন নরম কোষে সে গুণ বিদ্যমান
মা-মাসিরা তাইতো দেখি সকল কাজে পারঙ্গম।


৭৬৭
প্রাণ পায় বীজ মৃত্তিকাতেই লাগে রৌদ্র-বায়ু-জল
তারপরেও লাগে কোমল আদরভরা স্নেহাঞ্চল।
বাধাবিঘ্ন সব কাটিয়ে বৃক্ষ হয়ে দেয় ছায়া
আশ্রয় পায় অজস্র প্রাণ প্রকৃতি রয় সুনির্মল।


৭৬৮
এই যে আমরা লিখছি রুবাই প্রেরণা তো সব সাকির
তার চরণেই সমর্পিত কবির দিকে নজর স্থির।
ত্রুটি হলেই হাসিমুখে বাতলে তো দেন সঠিক পথ
লক্ষ্যভেদে সফল আমরা চাঁদমারিতে কবির তির।


© অজিত কুমার কর