রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৯৩


৭৬৯
এমন একটা রাস্তা পেলে লুটে নিতাম ভ্রমণ-সুখ
খোলা মাঠের স্নিগ্ধ বাতাস টেনে আমার ভ'রত বুক।
সবার দেহে বিরাজ করেন তিনিই আসল কারিগর
সবুজ পাতায় ফুলে ফুলে ভেসে ওঠে সাকির মুখ।


৭৭০
বর্ষা আনে কদম-কেয়া, শরৎ জোগায় শেফালি
ফোটার পরে বোঁটাতে নেই কুঁড়ি ছাড়া ডাল খালি।
ছাতিম কিন্তু অষ্টপ্রহর হাওয়ায় মেশায় তাঁর সুবাস
স্বগতোক্তি তখন আমার, 'একাই এ মন মাতালি'।


৭৭১
ফুল ফুটলেই ভ্রমরা আর মৌমাছিরা গুনগুনায়
কুঁড়িগুলো বোঁটায় তখন পরম সুখে নিদ্রা যায়।
যখনই ঘুম ভাঙবে ওদের খবর দেবে সমীরণ
পতঙ্গরা জলদি এসে মাতবে আলাপচারিতায়।


৭৭২
আনন্দে বেশ কাটল ক'দিন দশমী আজ, বিসর্জন
সবার মতোই উমা মা'রও বিষণ্ণতায় ভরল মন।
যেতেই হবে এবার ফিরে স্বামীর গৃহে কৈলাসে
বার্তাবাহক নীলকন্ঠের তাই ঘটেছে আগমন।


© অজিত কুমার কর