রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৯৪


৭৭৩
বিচার্য নয় বরন কেমন হৃদয়জুড়ে লাল গোলাপ
বরণ করে নিলাম আমি একটুও নয় মন খারাপ।
ভীষণ ভীষণ, ভীষণ খুশি একই অঙ্গে হাজার রূপ
কত জন্মের পুণ্য আমার করবে কে এর পরিমাপ।


৭৭৪
আকাশে মেঘ মাটিতে কাশ কানাকানি পরস্পর
ওগো প্রিয়ে বল আমায় বাঁধব কোথায় বাসরঘর?
বাতাসেও হিমের পরশ মায়াবী এক পরিবেশ
গোধূলির রং মেঘের গায়ে দৃশ্য বড়ই মনোহর।


৭৭৫
অনুরাগের ছোঁয়া পেয়ে যাচ্ছি খুঁজে গোলাপকে
সঞ্চারিত দেহের কোষে রাঙিয়ে দিল এ মন-কে।
কায়া ছাড়া হয় না ছায়া, আলো ছাড়াও অসম্ভব
এক লহমায় বদলে দিলে অবিন্যস্ত জীবনকে।


৭৭৬
তমসা নাশ করে রাতে তারারা নয় চাঁদ একাই
জীবনকেও পূর্ণতা দেয় নারীর সহমর্মিতাই।
নিয়ন্ত্রণে আছেন সাকি অদৃশ্য তাঁর অবয়ব
সঠিক পথে চলতে থাকি ক্ষণে ক্ষণে পরশ পাই।


© অজিত কুমার কর