রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৯৫


৭৭৭
শিউলিফুলে গাঁথল মালা সে কি আমার জন্য নয়?
ওর আঁখি তো তা বলে না ওটাই নিত্য দেয় অভয়।
মন বলে, 'তুই ভয় কেন পাস একটুখানি সবুর কর
সংবেদী মন পাবে কোথায় পরিশেষে আসবে জয়'।


৭৭৮
ফিরছি যখন ওপথ দিয়ে মালাগাঁথা তখন শেষ
পা'র শব্দে যেই ঢাকল ঢাকল শ্রীমুখ কাজল কেশ।
মুখের হাসি এড়ায়নি চোখ কোমল তনুর শিহরন
আমার দেখা পেয়ে কি ওর বৃদ্ধি পেল একটু ক্লেশ?


৭৭৯
অনিচ্ছাতে ত্রস্ত পা'য়ে সরে যেতে বাধ্য হই
লজ্জা পেয়ে শ্রীমুখ রাঙা কেমন করে সামনে রই।
হৃদসাগরের উত্তাল ঢেউ ক্ষণেক পরে শান্ত হয়
আঁকছি শুধু তোরই ছবি সত্যি কথা বলছি সই।


৭৮০
ইচ্ছে করে সরোবরে নৌকা ভাষায় দুইজনে
সারাটা রাত কাটাতে চাই জলের বুকে নির্জনে।
চাইলে আগে কাটব সাঁতার রাখব তোমার হাত ধরে
সারাক্ষণ তো রইব পাশে কীসের এত ভয় মনে?


© অজিত কুমার কর