রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৯৬


৭৮১
দিনের ভাগে সময় বেশি রাতের ভাগে সময় কম
শীতে আবার রাত্রি বড় মরশুমি ফুল মনোরম।
এই বঙ্গে ছয়টি ঋতু হ্রাসবৃদ্ধি উত্তাপের
গ্রীষ্মে মেলে সুস্বাদু ফল, বর্ষাকালে জুঁই-কদম।


৭৮১
দিন ফুরোলে রাত্রি নামে তখন শুধুই অন্ধকার
হিসেবনিকেশ করছি না তাই করারও বা কী দরকার?
ভালোমন্দ যা করেছি সবকিছু তো সজ্ঞানে
আঁধার চিরে কোথায় যাব ধরবে কে বা হাত আমার।


৭৮৩
সূর্য ওঠার আগে এসো দেখবে কেমন ঝলমলে
দেরি হলেই পড়ব ঝরে দিলাম আগাম তাই বলে।
এ প্রার্থনা পূরণ কর রাত্রি এখন খুব গভীর
শিশির দিয়ে ধুইয়ে আমি মুছবো চরণ অঞ্চলে।


৭৮৪
আমি দেবীর প্রতিনিধি জাগব একাই মণ্ডপে
দর্শক নেই, ব্রাহ্মণ নেই প্রদীপকে কি কেউ জপে?
সারাটা রাত জ্বলবো আমি তেল ফুরোলেই অন্ধকার
মাতৃভক্ত নর ও নারী বসবে গৃহে কার তপে?


© অজিত কুমার কর