রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৯৭


৭৮৫
বদলে গেছি অনেকখানি এখন আমি নই তেমন
বারেবারে আঘাত পেয়ে করেছি সেই জ্ঞানার্জন।
কতদিন পর আবার দেখা, তাকালে না কী ভেবে
আমি এখন সংবেদনশীল খুবই সমাজ-সচেতন।


৭৮৬
সাম্যবাদের স্বপ্ন দেখি যৌথ সবই ক্ষেত-খামার
বুভুক্ষাতে মরবে না কেউ মোচন হবে দুখ সবার।
সফল করার দায় সকলের জনতার ও সরকারের
ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন ফিরে পাবে পুনর্বার।


৭৮৭
অন্তরালে ব্যথার পাহাড় কেউ তাকে না দেখতে পায়
কীভাবে যে কাটাচ্ছে দিন অষ্টপ্রহর ব্যস্ততায়।
মুখের হাসি হয়নি বিলোপ ওতেই কষ্ট দেয় ঢাকা
প্রেমিক তুমি পাওনি হদিস দৃষ্টি কোথায় আটকে যায়?


৭৮৮
গগনচুম্বী প্রত্যাশা ওর সাধ্য কী যে মেটায় সব
দিনে দিনে বাড়ছে তৃষা অদ্ভুতুড়ে অবাস্তব।
হার মেনে নেয় বাধ্য হয়ে আকাশকুসুম কল্পনা
মনে মনে গুমরে মরে মুখ খোলে না রয় নীরব।


© অজিত কুমার কর